জুয়ারী ৪
পথিক পরদেশী
বাবলু খানও সাধারন চাকুরীজীবী। যা আয়, তাতে করে সংসার চলে না। অনেকেই প্রস্তাব করেছে দুবাই যাবার জন্যে। দুবাই যেতেও তো অনেক টাকা লাগে। বাপ দাদা থেকে পাওয়া জমিজমা থাকলে হয়তো, সেসব বিক্রী করে, তা করা সম্ভব ছিলো। তার সেসবও নেই। টানাটানির সংসারে, প্রতিদিন বাড়ী ফিরে বউ ছেলেমেয়েদের ঘ্যানর ঘ্যানরও ভালো লাগে না।
চার ছেলেমেয়ের মাঝে, বড় মেয়ে মুনাও ইন্টারমিডিয়েট পাশ করেছে। মেধাবী মেয়ে। মেডিক্যাল পড়ার খুব শখ ছিলো। অথচ, মেধার মূল্যটাও পেলো না। এখানে সেখানে সর্বত্রই ঘুষের মেলা। লিখিত পরীক্ষায় মেধা তালিকাতে এলেও, মৌখিকে ইনিয়ে বিনিয়ে ঘুষের একটা কথাই যেনো ইংগিত করেছিলো বোর্ডের সবাই। নইলে, তার সুন্দর যৌন বেদনায় ভরা দেহটা দিয়েও বিকল্প পথ নিতে পারে।
টাকা পয়সার সাথে নারীদেহের একটা যোগসূত্র বোধ হয় আদিকাল থেকেই ছিলো। মুনার মনটাও সেদিন জেদে পূর্ন হয়ে উঠলো। সেও প্রতীজ্ঞা বদ্ধ হলো, ম্যাডিক্যাল কলেজে সে ভর্তি হবেই। তবে, কাউকে নিজ দেহটা বিলিয়ে দিয়ে নয়। আর দেহ যদি বিলিয়েই দিতে হয়, তার বিনিময়ে মোটা অংকের টাকাও চাই।
শাহেনশাহ এর জুয়ার আসরটা মুনাও জানতো। এ ব্যাপারে সে নিজেই বাবাকে অনুরোধ করেছিলো, একটিবার এর জন্যে যেনো সেই জুয়াতে অংশটা নেয়। যদি জিতেই যায়, তাহলে ম্যাডিকেল কলেজে ভর্তি হবার স্বপ্নটা পূরন হবে সহজেই।
বাবলু খান, সহজ সরল মানুষ। মেয়ের কথাতেই রাজী হয়ে গিয়েছিলো।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment