29 August 2012 - 0 comments

অকাল বীর্যপাত

পুরুষ যদি উত্তেজনার শুরুতেই বীর্য ত্যাগ করে তবে তাকে অকাল বীর্যপাত বলে। নারীর সাথে দৈহিক মিলনের সময় পুরুষ নানা ভাবে নারীকে উত্তেজিত করে। এই সময় উভয়েই উভয়েই শরীর স্পর্শ করে এবং নানাভাবে আদর করে। অনেক পুরুষের এই সময়েই বীর্যপাত হয়ে যায়। এতে করে পরবর্তী যৌন উত্তেজনা আর তীব্র হয় না। অকাল বীর্যপাতের ব্যাপারে কয়েকটি পরামর্শ হলো-
*লিঙ্গে স্পর্শ না করা।
*প্রথমেই তীব্র উত্তেজিত না হওয়া ।
*পারস্পরিক হস্তমৈথুন ।
*লিঙ্গের উত্তেজনা ধরে রাখা ইত্যাদি ।
*চিকিৎসা
*ডায়াজিপাম অথবা লিব্রিয়ামের ব্যবহার ।
*যৌনমিলনের আধাঘন্টা আগে ট্যাবলেট মেলারিল ৫ থেকে ১০ মিঃগ্রাম সেবন।

ফোঁটা ফোঁটা বীর্যপাত পুরুষের যৌন জীবনের একটি সমস্যা। বিভিন্ন শারীরিক এবং মানসিক কারণে এই অবস্থার সৃষ্টি হতে পারে। সাইকোজেনিক কারণে অবশ্য এই সমস্যা হয় বেশি। অনেক ক্ষেত্রে আঘাতজনিত কোনো কারণে ও এটি হতে পারে। বিভিন্ন কারণের মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হলো
*কঠিন ধর্মীয় কুসংস্কার ।
*গর্ভাবস্থার ভয় ।
*নারীর কাছ থেকে লাঞ্ছিত হওয়া ।
*সেলিবেসি অবস্থার চাপ ।
*বীর্যদানে কার্পণ্য মনোভাব ইত্যাদি ।

anatomija penis
picture hosting



0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...